আপডেট নিউজ লাইভ.কম

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং চাকরির খবর সহ সকল প্রকার তথ্য পেতে ভিজিট করুন, "আপডেট নিউজ লাইভ. কম"।

প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন্স ২০২৩ রাষ্ট্রবিঙ্গান (বাংলাদেশের লোক প্রশাসন)।

যাদের মন বসে না পড়ার টেবিলে। পড়াশোনায় খুবই দুর্বল। হতাশায় ভুগছেন। পাশ করবেন কিনা? সেই ভাবনায় রাতে ঠিক মতো ঘুমাতে পারছেন না? শুধু ভাবছেন কোনো ভাবে প্রিলিমিনারি টু মাস্টার্স পরিক্ষায় পাশ করতে পারলেই হবে। আমাদের আজকের সাজেশন্সটি শুধু মাত্রই তাদের জন্য।

বিঃদ্রঃ আপনার কপাল ভালো হলে এই সাজেশন্স হতে ৮০ থেকে ১০০% পর্যন্ত নিশ্চিত কমন পাবেন।

প্রিলিমিনারি টু মাস্টার্স পরিক্ষা ২০২০
অনুষ্ঠিতঃ ২১/০৯/২০২৩
বিষয়ঃ রাষ্ট্র বিজ্ঞান বিভাগ বিষয়কোড: ৪১১৯০৭

( খ বিভাগ )

১/ প্রশাসনিক জবাব দিহিতা বলতে কী বুঝ? ***
২/ লাল ফিতার দৌরাত্ব্য কী? ***
৩/ প্রশাসনিক ট্রাইব্যুনাল কী? ***
৪/ উন্নয়ন প্রশাসন কী? ***
৫/ সমন্বয় সাধন বলতে কী বুঝ? ***
৬/ নেতৃত্ব কাকে বলে? **
৭/ POSDCORB-এর বাখ্যা দাও?**

( গ-বিভাগ )

১/ লোক প্রশাসনের পরিচিতি ও বিষয় বস্তু আলোচনা কর? ***

২/ অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ” উভিটি বাখ্যা কর? ***

৩/ পদসোপান নীতি কি? পদসোপান নীতির সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর? ***

৪/ সরকারি কর্ম কমিশন কী? বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গঠন ও কার্যাবলি আলোচনা কর? ***
৫/ প্রশিক্ষণের সঙ্গা দাও? বাংলাদেশের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণের গুরুত্ব ব্যাখ্যা কর? ***

৬/ জেলা পরিষদের গঠন লেখ? বাংলাদেশের জেলা পরিষদ কী প্রকৃত অর্থে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান? ***

৭/ স্থানীয় সরকার বলতে বা বুঝ? বাংলাদেশের উপজেলা পরিষদের গঠন ও কার্যাবলি আলোচনা কর? ***

আপনি যদি পরিক্ষা পরবর্তী সময়ে ঘরে বসে মোবাইল বা পিসি দিয়ে আয় করতে চান এখানে ক্লিক করুন।

শেয়ার

admin

আপডেট নিউজ লাইভ. কম একটি বহুল তথ্য সমৃদ্ধ ওয়েব সাইট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *