আপডেট নিউজ লাইভ.কম

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং চাকরির খবর সহ সকল প্রকার তথ্য পেতে ভিজিট করুন, "আপডেট নিউজ লাইভ. কম"।

ঘরে বসে ইনকাম করুন মোবাইল বা পিসি দিয়ে

ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই,কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।

দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো ইমপ্লয়ার (Employer) নেই। যখন যে বায়ারের কাজ নিবেন তখন সে-ই আপনার ইমপ্লয়ার (Employer)।

সাধারন চাকরি থেকে এখানে আরেকটি বিষয়-এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং (Freelancing) এর নির্দিষ্ট কোনো অফিস নেই। মূলত আপনার বাড়িই হচ্ছে আপনার অফিস।

স্টুডেন্ট লাইফে পড়ালেখার পাশাপাশি ইনকামের সবচেয়ে ভালো উপায় হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং জগতের গুরুত্বপূর্ণ সেক্টর হলো সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিং শিখে আপনি প্রতি মাসে সর্বনিম্ন ৩০০ ডলার ইনকাম করতে পারবেন ঘরে বসেই । সিপিএ মার্কেটিং ফ্রী শিখতে ক্লিক করুন এখানে।

আমাদের পরবর্তী পোষ্ট গুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন এখনি। আর উপকৃত হলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন।
ধন্যবাদ।

admin

আপডেট নিউজ লাইভ. কম একটি বহুল তথ্য সমৃদ্ধ ওয়েব সাইট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *