জেলা, উপজেলা, ইউনিয়ন, সিটি কর্পোরেশ এবং শহর ও গ্রাম পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্র/ক্লিনিক এর মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি, ফ্যামিলী প্লানিং ও স্বাস্থ্য সেবা দেশের সকল মানুষের দোরগোরোয় পৌছে দেওয়া ও বাস্তবায়নের লক্ষে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত/সিভি আহ্বান করা যাচ্ছে।
আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীর মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজের ছবি (ছবি আবেদনপত্র অথবা সিভির ডান কর্নারে এ্যড করতে হবে।) এবং পদের নাম সহ সার্কুলারে উল্লেখিত সময়ের মধ্যে এই worldvhc@gmail.com ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।
ই-মেইলঃ worldvhc@gmail.com
ওয়বসাইটঃ https://wdvhc.org
বিঃদ্রঃ আবেদনপত্র অথবা সিভি পরিস্কার পরিছন্ন হতে হবে। এবং পিডিএফ, এমএস ওয়ার্ড অথবা জেপিজি/পিএনজি ফরমেট এর হতে হবে।