চট্টগ্রামের বোয়ালখালীতে ভোটকেন্দ্র থেকে ইভিএম ব্যালট ইউনিট নিয়ে যুবলীগ নেতার পালিয়ে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সজল দাশ বাদী হয়ে বোয়ালখালী থানায় এ মামলা করেন।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনের একটি ভোটকেন্দ্রে গতকাল ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। বৃহস্পতিবার তোলা। ছবি: আপডেট নিউজ লাইভ.কম
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, রাতে এ ঘটনায় মামলা হয়। রতন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। সুমন পলাতক রয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, বোয়ালখালী উপজেলা পরিষদের উপনির্বাচন চলাকালে গতকাল দুপুরে রমনীমোহন উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে ইভিএম ব্যালট ইউনিট নিয়ে পালিয়ে যান যুবলীগ নেতা নির্মলেন্দু দে। পরে রতন চৌধুরী ওটা সংগ্রহ করে কেন্দ্রে ফেরত দিয়ে যান। এ সময় সাংবাদিকেরা ছবি তোলেন।
উল্লেখ্য রতন চৌধুরী ও নির্মলেন্দু দে কেন্দ্রটিতে নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম ওরফে রাজা মিয়ার পক্ষে কাজ করছিলেন। নির্বাচনে রেজাউল করিম জয়ী হন।
8,000,026 total views, 2 views today