https://www.updatenewslive.com/googleab9d20c518d75fe7.html

হোয়াটসঅ্যাপ কেন এত জনপ্রিয়?

admin


আজকে আমরা জানবো, হোয়াটসঅ্যাপ-এর প্রায় সবগুলো ফিচার মেসেঞ্জারে থাকার পরেও হোয়াটসঅ্যাপ কেন এককভাবে এত জনপ্রিয় হয়ে উঠেছে ববশ্ব দরবারে?

• কারণগুলো হলোঃ-
• ১. হোয়াটসঅ্যাপে কোনো অ্যাড নেই।
• ২. হোয়াটসঅ্যাপ ইউজ করতে ফেসবুক একাউন্ট দরকার হয় না। যে কোনো ফোন নম্বর দিয়ে খুব সহজেই ১ মিনিটেই খোলা যায় একাউন্ট।
• ৩. কোয়ালিটিফুল ভিডিও এবং ক্লিয়ার অডিও কল।
• ৪. ছবি আদান প্রদান করলে সেটার সাইজ ঠিক থাকে, একদম ক্লিয়ার।
• ৫. চাইলেই যেকোনো কম্পিউটার কিংবা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ কানেক্ট করা যায় এবং কাজ শেষে এক ক্লিকে ডিসকানেক্ট করা যায়৷
• ৬. হোয়াটসঅ্যাপে পিডিএফ,ডকস,জেপিজি, এক্সেল শীট ইত্যাদি শেয়ার করা যায়। মেসেন্জারে শুধু ছবি (জেপিজি) শেয়ার করা যায়।
• ৭. হোয়াটসঅ্যাপ অনেকটা স্মুথ এবং ফাস্ট যার ফলে দ্রুত চ্যাট করা যায়।
• ৮. মেসেন্জারে এই সুবিধা গুলো নেই, এজন্যই হোয়াটসঅ্যাপ এত জনপ্ৰিয়
• ৯. তবে, টেলিগ্রাম ও কোনো অংশে কম নয়। টেলিগ্রামে একটা ম্যাসেজে ০২ জিবি পর্যন্ত ফাইল শেয়ার করা যায়, আর হোয়াটসঅ্যাপে মাত্র ১০০ এমবি ফাইল শেয়ার করা যায়।

আমাদের পরবর্তী  পোস্ট গুলো পড়তে সাবস্ক্রাইব করে রাখুন www.updatenewslive.com। আর বেশি বেশি শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে।
ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে কত টাকা আয় করা সম্ভব?

আজকে আমরা জানবো, ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং করে টাকা আয়: মানুষ এখন অনলাইনে অর্থ আয়ের জন্য নানা কৌশল প্রয়োগ করে আসছে। অনলাইনে আয়ের নানা পথও তৈরি হয়েছে এখন বর্তমান বিশ্বে। তবে অনলাইনে কাজ করে আয় করতে গেলে কোন প্ল্যাটফর্ম ধরে এগোচ্ছেন, আপনাকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। অনলাইনে ফ্রিলান্সিং কাজ করে […]
Copyright @2023 By ShaEkh Groups Bangladesh. WordPress Theme: Seek by ThemeInWP

Subscribe Us Now

https://www.updatenewslive.com/